০৭ Jul, ২০২৫
ছবি: হকারদের দখলে ফুটপাত। ছাতকে যানজটে চরম দুর্ভোগে নাগরিক জীবন।
হকারদের দখলে ফুটপাত
ছাতকে যানজটে চরম দুর্ভোগে নাগরিক জীবন।
সুনামগঞ্জের ছাতক পৌর শহরের ব্যস্ততম সড়ক গুলো হলো ট্রাফিক পয়েন্ট হতে হাইস্কুল রোড,বালিকা বিদ্যালয় রোড ও পশ্চিম বাজার রোড।গুরুত্বপূর্ণ এ সড়ক গুলোতে সকাল হতে রাত পর্যন্ত যানজট লেগেই থাকে।
এসব যানজট আর ভোগান্তির অন্যতম কারণ হলো হকাররা ফুটপাত দখল করে রাস্তার উপর দোকান বসিয়ে দেয়া।সরেজমিন দেখা গেছে ছাতক কেন্দ্রীয় জামে মসজিদের দক্ষিণে সড়ক ও জনপথের প্রায় ৪০ ফুট প্রস্তের রাস্তার উপর কাচামালের দোকান বসিয়ে প্রায় ৩০ ফুট সড়কই তাদের দখলে নিয়ে গেছে।এমনকি অনেক ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রভাব খাটিয়ে বাঁশ ও চাটাই দিয়ে স্থায়ীভাবে ঘর নির্মান করে কাটাল সহ নানা ফলের ব্যবসা করছেন। এতে সড়কটি সরু হয়ে প্রতিনিয়ত যানজট লেগে জন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোন ব্যবস্তা না নেওয়ায় ফুটপাত দখলের হিড়িক পড়েছে। জনৈক ব্যবসায়ী জানান আমরা ৫ লাখ টাকা অগ্রীম দিয়ে ও ২০ হাজার টাকা মাসে ভাড়া দিয়ে সঠিকভাবে ব্যবসা বানিজ্য না করতে পারায় অনেক ব্যবসায়ী দেউলিয়া হয়ে বেকার হয়ে পড়েছে।অথচ আমার দোকানের সামনা দখল করে ফুটপাতে কাচামালের ব্যবসা করে কয়েক লক্ষ টাকা আয় করছে হকাররা।
আবার অনেক রোডে দেখা গেছে দোকানের ভাড়া ৫ হাজার টাকা আর সামনে ফুটপাতের ভাড়া ১৫ হাজার টাকা। এভাবেই অরাজকতা চলছে ফুটপাত নিয়ে। এছাড়া কেন্দ্রীয় মসজিদের সামনে দখল করে বসা ফলের দোকানদার দের জন্য মুসল্লীরা মসজিদে প্রবেশ করতে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত।হকার বা ক্ষুদ্র ব্যবসায়ীদের দখলে ফুটপাত চলে যাওয়ায় দৈনিন্দন শহরে আসা নারী পুরুষ ছাত্র - ছাত্রী শিশু ও বৃদ্ধ জনসাধারণ চরম দুর্ভোগ পোহাতে হয়।ছাতক বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাইদুল আলম মধু জানান ফুট পাত দখল করে ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকান নিয়ে বসায় মূল ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমাদের চেষ্টা অব্যহত আছে।
প্রশাসন,ব্যবসায়ী ও হকারদের নিয়ে বসে এ সমস্যার সমাধান করতে হবে। সড়ক ও জনপদের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ শাহাদাৎ হোসেন জানান সড়কের যায়গা বেদখল কারিদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান করা হবে। আমরা উর্ধতন কতৃপক্ষের আদেশের অপেক্ষায় আছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ তরিকুল ইসলাম জানান হকারদের কবল থেকে রাস্তা উদ্ধারে উচ্ছেদ অভিযান অব্যাহত আছে। যে কোন সময় ট্রাফিক পয়েন্ট এলাকায় অবৈধ উচ্ছেদ অভিযান চালানো হয়।
Good news
Good