১৭ Jul, ২০২৫
ছবি: জাতীয় সমাবেশ বাস্তবাায়নে গফরগাঁও জামায়াতের গনসংযোগ উপস্থিত জনতার একাংশ
আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ৭ দফা দাবি আদায়ে ১৯ জুলাই শনিবার দুপুর ২টায় ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশ উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে লিফলেট বিতরণ এবং প্রস্তুতি মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল ৫টার দিকে গফরগাঁও উপজেলা কার্যালয়ের সামনে থেকে জনসংযোগ শুরু করে জামায়াত নেতৃবৃন্দেরা।
এসময় উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসমাইল হোসেন সোহেল, পাগলা থানা জামায়েতের আমীর মাওলানা এমদাদুল হক, সেক্রেটারি মাওলাানা সিরাজুল ইসলাম, মাওলানা আশরাফুল ইসলাম, ওলামা বিভাগের নেতা মাওলানা সাইফুল ইসলাম, পৌর নেতা মাওলানা মোজাম্মেল হক শামীম, মাওলানা আরিফুল ইসলাম মোঃ আলাী রেজা, আতিকুল ইসলাম হিরা, মাওলানা মাহমুদুুল হাাসান প্রমুখ সহ গফরগাঁও এবং পাগলা থানা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় জনতার একাংশ।
জনসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে গফরগাঁও উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসমাইল হোসেন সোহেল বলেন
নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে বাস্তবায়ন গণমানুষের প্রাণের দাবি। আগামি শনিবার দুপুর ২টায় ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর ডাকে জাতীয় সমাবেশে সবাইকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহবানও জানান তিনি।