১৯ Jul, ২০২৫
ছবি: সংগৃহীত
ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে অবস্থিত মাহমুদুল উলুম কারিমিয়া কেরাতুল কোরআন ও হাফিজিয়া মাদ্রাসায় ২০২৫ শিক্ষাবর্ষ উপলক্ষে কোরআনের ছবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমা মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ আয়োজনে ৫ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে কোরআনের ছবক প্রদান করা হয়। শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন শরিফ তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
মাদ্রাসার মোহতামিম হাফেজ মুহাম্মদ ইমাম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি বক্তা নুরে আলম ফয়েজী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা শরীফুল ইসলাম আশরাফী।
প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন শ্যামপুর বেচু বেপারী জামে মসজিদের মোহতামিম হাফেজ ইমাম হোসাইন। তিনি ছাত্র-অভিভাবকদের উদ্দেশ্যে ইসলামী শিক্ষার গুরুত্ব, কোরআন মুখস্থ করার ফজিলত এবং আদর্শ জীবন গঠনে আল কোরআনের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন।
মাহফিলে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একইসঙ্গে মাহমুদুল উলুম হাফিজিয়া ক্বওমি মাদ্রাসা ও এতিমখানার সার্বিক উন্নতি ও কল্যাণ কামনায় দোয়া করা হয়।
অনুষ্ঠান শেষে মাদ্রাসার পক্ষ থেকে আগত অভিভাবক ও অতিথিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
আলোচনাসভা ও দোয়া মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
Good news
Good