০৩ অগাস্ট ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

মান্দা জোতবাজার ডাচ্ বাংলা ব্যাংক (পিএলসি) এজেন্ট ব্যাংকের গ্রাহক সমাবেশ ও সচেতনতা বৃদ্ধি অনুষ্ঠিত

৩০ নভেম্বর, ২০২৩

রইচ উদ্দীন আহম্মেদ,
মান্দা উপজেলা (নওগাঁ) প্রতিনিধি

ছবি: ডাচ্ বাংলা ব্যাংক পিএলসি আউটলেটের আর এস ট্রেডার্স অধিনে গ্রাহক সমাবেশ ও সচেতনতা বৃদ্ধির চিত্র

নওগাঁ মান্দায় জোতবাজার ডাচ্ বাংলা ব্যাংক পি এল সি আউটলেটের আর এস ট্রেডার্স অধিনে গ্রাহক সমাবেশ ও সচেতনতা বৃদ্ধি অনুষ্ঠিত হয়েছে। 

উক্ত অনুষ্ঠানের  সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা জাইদুর রহমান। 
আব্দুর জব্বার মাষ্টার এর  উপস্হাপনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাখাওয়াত হোসেন, সিনিয়র এরিয়া ম্যানেজার, ডাচ্ বাংলা ব্যাংক নওগাঁ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সেলস ম্যানেজার সোলাইমান দ্বীন দয়াল সাহা সিনিয়র এসসিও ডাচ্ বাংলা ব্যাংক নওগাঁ, সাফী সরকার ম্যানেজার, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক জোতবাজার শাখা, মোস্তাক আহম্মেদ ভুট্টু সাধারণ সম্পাদক ১০ নং নুরুল্যাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ ,এস এম মিলন পরিচালক সোনালী ব্যাংক এজেন্ট ব্যাংকিং জোতবাজার শাখা, আলমগীর হোসেন, সহকারী প্রধান শিক্ষক, গোয়াল মান্দা উচ্চ বিদ্যালয়।গোলাম হোসেন সহকারী প্রধান শিক্ষক কর্ণভাগ উচ্চ বিদ্যালয়,কামরুজ্জামান সহকারী শিক্ষক, নুরুল্যাবাদ উচ্চ বিদ্যালয় এ্যান্ড কারিগরি কলেজ,

পলাশ কুমার পরিচালক ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং প্রসাদপুর শাখা  আরো উপস্হিত ছিলেন মছির উদ্দীন সোনার, জসিম উদ্দীন সোনার ও ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম, জামার হোসেন সহ এলাকার বিভিন্ন শ্রেণীর সুধিজন। 
উল্লেখযোগ্য সংখ্যক মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সাখাওয়াত হোসেন জানান, বাংলাদেশ ব্যাংকের অনুমতিতে ডাচ বাংলা ব্যাংকের সকল কার্যক্রম মানুষকে সহজলভ্য, দোঁড় গোড়ায় পৌঁছে দিতে ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং কার্যক্রম চালু করেন। নিরাপত্তার সাথে সুযোগ সুবিধা, দ্রুতগতিতে লেনদেন করা এবং সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত্য লেনদেনের সুযোগ করে দেওয়া হয়েছে। 

ব্যাংক নিদ্রিষ্ট সময়ে সেবা প্রদান করে কিন্তু এজেন্ট ব্যাংকিং নিদ্রিষ্ট সময়ের পরও সেবা প্রদান করতে পারবে।ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে লেনদেন করাই একাউন্ট থাকে নিরাপত্তায়। বৈদেশিক রেমিট্যান্স  সহ সাধারন শাখার মত সকল কার্যক্রম চালু আছে এজেন্ট ব্যাংক শাখা গুলোতে।সুতরাং আপনারা সকল কার্যক্রম অবলীলায় করবেন।এবং লেনদেনের সময় মুড়ি গুলো বুঝে নিতে ও মোবাইল ম্যাসেজ চেক করতে তিনি বলেন।

আপনার অর্জিত অর্থ নিরাপদ রাখতে ডাচ্ বাংলা ব্যাংক ও পি এল সি শাখা  আরএস ট্রেডার্স পরিচালক কামরুল ইসলাম মন্ডলের দ্বারা পরিচালিত এজেন্ট ব্যাংক জোতবাজার শাখায় লেনদেন করার পরামর্শ প্রদান করেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good