৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
খেলাধুলা / বিশ্বকাপ ফুটবল

মেসিকে অভিনন্দন জানিয়েছে নেইমার জুনিয়র

১৯ ডিসেম্বর, ২০২২

মোঃ শিবলী সাদিক,
বিশেষ প্রতিনিধি (ক্রীড়া)

ছবি: লিওনেল মেসি।

রোববার (১৮ ডিসেম্বর) ফিফা বিশ্বকাপের ২২তম আসরের ফাইনালে ফ্রান্সকে ৩(৪)-৩(২) ব্যবধানে হারিয়ে ৩৬ বছর নিজেদের তৃতীয় শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা।

এদিকে বিশ্বকাপ ট্রফি জেতায় মেসিকে অভিবাদন জানিয়েছেন তার পিএসজি সতীর্থ নেইমার। বন্ধুর উদ্দেশে লেখা এক টুইটে ব্রাজিলিয়ান এ তারকা লিখেছেন, ‘শুভ কামনা ভাই।’

এর আগে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শিরোপার স্বপ্নভঙ্গ হয় নেইমারদের। ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে হেরে আসর থেকে বিদায় নেয় ব্রাজিল।


এদিকে আলবিলেস্তেদের তিন যুগের আক্ষেপ ঘোচানোর পথে সামনে থেকে নেতৃত্ব দেন মেসি। গ্রুপপর্বে পোল্যান্ডের বিপক্ষে ম্যাচ বাদ দিয়ে বাকি সব ম্যাচেই তিনি পেয়েছেন গোলের দেখা। ফুটবল বিশ্বকাপের কোনো নির্দিষ্ট টুর্নামেন্টের ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে গ্রুপপর্ব, শেষ ষোল, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালে গোল করার কীর্তি গড়েছেন তিনি।

ব্যক্তিগত পারফরম্যান্সে দ্যুতি ছড়িয়ে আসরের সেরা হয়ে জিতেছেন গোল্ডেন বল। আসরে ৭ গোলের সঙ্গে তার অ্যাসিস্ট সংখ্যা ৩টি। নিজের শেষ বিশ্বকাপে বুক চিতিয়ে লড়াই করে দলকে শিরোপা জিতিয়েছেন। তার চেয়ে বড় বিষয় সাত বারের ব্যালন ডি’অর জয়ীর ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতা ফিফা বিশ্বকাপ ট্রফিও এখন তার শোকেজে জায়গা করে নিয়েছে।

ফুটবলের কাছে যে তার আর চাওয়ার কিছু নেই সেটা তিনি জানিয়ে দিয়েছেন স্বদেশি সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে। তিনি বলেন, ‘ বিশ্বকাপ দিয়েই আমি আমার ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলাম। আমার আর অন্য কিছু চাওয়ার নেই। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, তিনি আমাকে সবকিছুই দিয়েছেন। বিশ্বকাপ জয়ের মাধ্যমে ক্যারিয়ার শেষ করতে পারাটা অত্যন্ত আনন্দের। এর পর আর কী থাকবে? আমি কোপা আমেরিকা জিতেছি। শেষ সময়ে এসে বিশ্বকাপ জিতেছি।’

Related Article