০৩ অগাস্ট ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

মির্জাপুরে ইউএনওর ব্যতিক্রম বৃক্ষরোপন উদ্যোগ প্রসংশা পাচ্ছেন সবমহলের

০৯ Jul, ২০২৫

হারুন অর রশিদ,
স্টাফ রির্পোটার

ছবি: মির্জাপুর (টাঙ্গাইল): প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সাথে নিয়ে মহাসড়কে বৃক্ষরোপন করছেন উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম আরিফুল ইসলাম।

বৃক্ষের চারা নিয়ে আষাঢ়ের বৃষ্টি ও দূর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে ছুটে চলেছেন উপজেলা এক প্রান্ত থেকে  অপর প্রান্তে । স্কুল থেকে কলেজ, মহাসড়ক থেকে গ্রামের মেঠুপথ বাদ পড়ছেনা কোথাও। 

ফাঁকা জায়গা পেলেই  তিনি রোপন করে যাচ্ছেন নানা প্রজাতির বৃক্ষ। কোথাও রোপন করছেন কৃঞ্চচুড়া আবার কোথাও আবার কোথাও জারুল। বুনছেন সোনালো বাদ পড়ছে ফলজবৃক্ষও । সুশোভিত রঙিন বনায়ন গড়তে যিনি মির্জাপুর উপজেলা ৩শ ৭৩ বর্গকিলোমিটার  নিরালস ছুটে চলেছেন তিনি হলেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম আরিফুল ইসলাম। বৃক্ষরোপনে তার এ উদ্যোগকে সব মহলেই প্রসংশা পাচ্ছে। মির্জাপুর পৌর  বিএনপি’র সভাপতি হযরত আলী মিঞা, ইউএনও এর  বৃক্ষরোপনের উদ্যোগের প্রসংশা করে বলেন,‘ তার বৃক্ষরোপনের এ উদ্যোগ সত্যি প্রসংশার দাবি রাখে। তিনি আরও বলেন, ১৯৯১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রথম বৃক্ষরোপন কর্মসুচী নেন বলে িিতনি উল্লেখ্য করেন। মির্জাপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ইয়াহইয়া খান মারুফ বলেন, ‘ইইএনও মহোদয়ের নিরলস বৃক্ষরোপনের প্রচেস্টা প্রসংশনীয়’। লতিফপুর ইউনিয়নের চেয়ারম্যানের আলী হোসেন রনি বলেন, ‘উপজেলা নির্বাহী অফিসার বৃক্ষরোপনে সকলকে উৎসাহ যোগানোর পাশাপাশি নিজেও কঠোর পরিশ্রম করছেন ’।

উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম আরিফুল ইসলাম জানান, এ পর্যন্ত তার উদ্যোগে  উপজেলার বিভিন্ন স্কুল , কলেজ, মাদ্রাসা, মহাসড়ক গ্রামীণ রাস্তা সরকারি খাস জমিসহ  বিভিন্ন জায়াগায় প্রায় ১২ হাজার বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপন করেছেন। তিনি আরও বলেন, শুধু সবুজ বা ফলজবৃক্ষ নয় মির্জাপুরের প্রকৃতি যেন দেখতে কালারফুল হয় সেজন্য তিনি বিভিন্ন প্রজাতির রঙিন ফুল বৃক্ষের চারাও রোপন করেছেন। সুশোভিত কনায়নের মাধ্যমে মির্জাপুর উপজেলাকে তিনি একটি মডেল বনায়ন উপজেলা রুপান্তর করাই তার বৃক্ষরোপনের উদ্দেশ্য বলে জানান।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good