২৮ Jun, ২০২৫
ছবি: মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির ঈদপূনর্মিলনী ও বিদায় সংবর্ধনা
টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা, প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের পরিচয়পত্র প্রদান ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জুন) সকালে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের অডিটরিয়ামে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মির্জাপুর শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে ।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপদেষ্টা ও সাবেক শিক্ষক মো. আ. মতিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন টাঙ্গাইল ৭ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মির্জাপুর শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট আব্দুর রউফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসিন, শিক্ষক সমিতির জেলা সভাপতি মোজাহারুল ইসলাম মাজহার, সাধারণ সম্পাদক হারুনার রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নীতি নির্ধারনী কমিটির সভাপতি আব্দুল্লাহ সরকার, সাধারণ সম্পাদক একেএম নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান থেকে ৩১জন অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাকে সম্মাননা ক্রেস্ট ও ৪ শত শিক্ষক-শিক্ষিকাকে পরিচয় পত্র প্রদান করা হয়।
Good news
Good