০৩ অগাস্ট ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

মরহুম সাংবাদিক শাহ আলমের মৃত্যুতে নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের শোকসভা

০২ Jul, ২০২৫

জহিরুল ইসলাম,
নবীনগর উপজেলা ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ছবি: শোক সভায়

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার নিউ মডেল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও আমাদের মাতৃভূমি পত্রিকার নবীনগর উপজেলা প্রতিনিধি মরহুম সাংবাদিক শাহ আলম খন্দকারের স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বাদ আসর নামাজের পর নবীনগর নিউ মডেল প্রেসক্লাব কার্যালয়ে নিউ মডেল প্রেসক্লাবের আয়োজনে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অত্র ক্লাবের সভাপতি খলিলুর রহমান খলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সাংবাদিক,লেখক আব্বাস উদ্দিন হেলালরিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহীন রেজা টিটু ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, নিউ মডেল প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ও মরহুম সাংবাদিক শাহ আলম খন্দকারের ছেলে ও তার বড় দুই ভাই পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত  (২৫-০৬-২৫) বুধবার দুপুরে শাহ আলম খন্দকারের পরিবারের লোকজন বেড়াতে যাওয়ার পথে মানিব্যাগ ও মোবাইলসহ বিভিন্ন জিনিসপত্র ছিনতাই করে নিয়ে যায় একই গ্রামের বাবুল ডাকাত খ্যাত বাবুল মিয়া। 

খবর পেয়ে গণমাধ্যম কর্মী শাহ আলম খন্দকার কাইতলার মহেশ রোডে বাবুল ডাকাতকে পেয়ে জিজ্ঞাসাবাদ করার সময় বাবুল ডাকাতের সাথে দস্তা দস্তীর এক পর্যায়ে শাহ আলম মাটিতে লুটে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাইতলা বাজারে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চারগাছ বাজারে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good