২৪ Jul, ২০২৩
ছবি: উঠান বৈঠকে এলাকাবাসী
গতকাল ২৩ জুলাই ২০২৩ইং রোজ রবিবার বিকাল ৪ ঘটিকায় সাভার উপজেলা আশুলিয়া থানার অন্তর্গত চারিগ্রামে আইনশৃংখলা রক্ষাকল্পে আয়োজিত গ্রামবৈঠকে উপস্থিত থেকে পাথালিয়া ইউপি সদস্য শফিউল আলম সোহাগ অচিরেই রাস্তাসমুহের উন্নয়ন, রিক্সা সমস্যার সমাধান ও আইনশৃংখলা রক্ষায় সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
চারিগ্রাম মিতালী সংঘের সভাপতি শেখ নজরুল ইসলামের সন্চালনায়, গ্রামের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী জনাব নূর মুহাম্মদের সভাপতিত্বে এলাকার সমস্যা সমুহ উল্লেখ করে বক্তব্য রাখেন মোঃ নাজমুল কবীর ইউনুস, মোঃ কালু মিয়া, হাজী আঃ রফিক, মোঃ মুখলেছ, শহর আলী প্রমুখ। প্রধান অতিথি জনাব নূর আলম মিয়া গ্রামের সমস্যসমুহ লিপিবদ্ধ করেন এবং নিন্মোক্ত বিষয়সমুহে নির্দশনা দেন।
➡️গ্রামে সিকিউরিটি সার্ভিস চালু করায় ভূয়সী প্রশংসা করেন এবং সিকিউরিটিকে যেকোন প্রয়োজনে সরাসরি ফোন করার আহবান করেন।
➡️পূর্ব পাড়ার প্রতি বাড়িতে সিকিউরিটি লাইট স্হাপনের প্রশংসা করেন।
➡️পারিবারিক বন্ধন দৃঢ় করার উপর জোর দেন, সবাইকে নিয়ে অন্তত রাতের খাবার একসাথে খাওয়ার অনুরোধ করেন।
➡️ আইনশৃংখলা সুরক্ষায় চায়ের দোকান রাত ১০টার মধ্যে বন্ধ করার আহবান জানান।
➡️ডিশের ও নেটের লাইনের কাজ রাত্রে না করে দিনের বেলায় সম্পন্ন করার নির্দেশ দেন।
➡️ অবশ্যই ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ করার উপর জোর দেন এবং রিক্সা মালিক, গ্যারেজ মালিকদেরকে রিক্সা চালকের ভোটার ভোটারকার্ড থানায় জমা দেয়া বাধ্যতামূলক' বলে উল্লেখ করেন।
➡️সম্প্রতি ডেঙ্গু মোকাবেলায় সকলকে সচেতন হওয়ার আহবান জানান এবং
➡️জুয়া ও মাদক নির্মূল করার ব্যপারে কঠোর হুশিয়ারি দিয়ে বলেন, মাদক ও জুয়াড়িদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে এবং এদেরকে কঠোর হস্তে নির্মূলের জন্য এলাবাসীর কাছে তথ্য চান।
পরিশেষে পুলিশ অফিসার সবার মাঝে নিজের ফোন নাম্বার দিয়ে সার্বিক সহোযোগিতার আশ্বাস দেন।
সভাপতির বক্তব্যে হাজী নূর মোহাম্মদ উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
Good news
Good