২২ Jun, ২০২৫
ছবি: প্রতিকী
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার পশ্চিম পাড়ার খাইরুল আলমের ছেলে হোসেন আহমেদ ওমর (৩) গতকাল রবিবার(২২/৬)দুপুরে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে মৃত্যু ঘটে। এলাকায় শোকের মাতুম।
জানা যায়,রবিবার দুপুরে নবীনগর পৌর এলাকার ২নং ওয়ার্ডের পশ্চিম পাড়া খাইরুল আলমের ছেলে হোসেন আহমেদ ওমর বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে পড়ে যায়।
পরে বাড়ির লোকজন পানি থেকে তাকে উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু পরিবারের লোকজন তা মেনে নিতে না পেরে শিশুটিকে মাথার উপরে নিয়ে হাসপাতালে সম্মূখে ঘুরতে থাকে। এ সময় হাসপাতালে হৃদয়বিদারক দৃশ্যের অবতীর্ণ হয়।
উপজেলা স্বাস্থ কর্মকর্তা ডা. কিশলয় সাহা বলেন, শিশুটি হাসপাতালে নিয়ে আসার পূর্বেই মারা গিয়েছেন। পরিবারের লোকজন আবেগতারিত হয়ে মাথায় নিয়ে ঘুরেছেন।
Good news
Good