১৯ Jun, ২০২৫
ছবি: অতিথিরা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় অনুষ্ঠিত হলো দিনব্যাপী পার্টনার কংগ্রেস, যা বাস্তবায়িত হচ্ছে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পাটনার প্রকল্পের আওতায়।
এ আয়োজনের উদ্যোগ নেয় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: জাহাঙ্গীর আলম লিটন। উপজেলা কৃষি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পরিমল দত্তের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নাজমুল করিম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি খোরশেদুল আলম খোকন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি মাওলানা জসিম উদ্দিন সরকার, হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা আমিরুল ইসলাম, সাংবাদিক সঞ্জয় সাহা,মোঃ হোসেন শান্তি, খলিলুর রহমান, আনোয়ার হোসেন, জহিরুল ইসলাম, শরিফুল ইসলাম শরিফ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোঃ বায়েজীদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। সমবায় সমিতি নিয়ে সেশন পরিচালনা করেন, উপজেলা সমবায় অফিসার ইব্রাহিম খলিল।বক্তারা তাদের আলোচনায় বলেন, কৃষি খাতকে আরও স্বনির্ভর করতে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
সঠিকভাবে সার ও কীটনাশক ব্যবহারের পাশাপাশি কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। এতে দেশের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত হবে বলে তারা মত প্রকাশ করেন।পরে ১৩৫০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ করা হয়।
Good news
Good