১০ Jul, ২০২৫
ছবি: গ্রেফতারকৃত ভূয়া সেনা সদস্য
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে মুরাদনগর হায়দারাবাদ গ্রামের জসিম উদ্দিনের ছেলে মোঃ ইয়াসিন মিয়া নবীনগর পূর্ব ইউনিয়ন পরিষদের বগডহর গ্রামের জৈনক এক যুবতীকে ভুয়া কাবিননামায় বিয়ে করে এবং পরবর্তীতে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে।ভুক্তভোগী নারী জানান, ইয়াসিন মিয়া নিজেকে সেনা সদস্য হিসেবে পরিচয় দিয়ে তাকে বিয়ে করেন। গত ৪ এপ্রিল তিনি ইয়াসিন মিয়ার বাড়িতে গিয়ে জানতে পারেন, ইয়াসিন মিয়া আসলে সেনাবাহিনীর কোনো চাকরিতে জড়িত নহেন।এ বিষয়ে প্রতিবাদ করলে ইয়াসিন মিয়া তাকে নানাভাবে মানসিক নির্যাতন ও ব্ল্যাকমেইল করতে শুরু করেন।আজ প্রতারণার চেষ্টা করলে নবীনগরের স্থানীয় জনতার তাকে আটক করে।
বর্তমানে ইয়াসিন মিয়া স্থানীয় জনতার হেফাজতে থাকা অবস্থায় যৌথ বাহিনী তাকে উদ্ধার করে নবীনগর থানায় সোপর্দ করেন। ওই ভুক্তভোগী যুবতী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
Good news
Good