০৩ অগাস্ট ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ভালবাসার স্বীকৃতি না পেয়ে পলাশবাড়ীতে বাঁশ ঝাড়ে প্রেমিক যুগল

১৫ নভেম্বর, ২০২২

মো:তৌহিদুল ইসলাম,
পলাশবাড়ী উপজেলা (গাইবান্ধা) প্রতিনিধি

ছবি: বাড়ীর পাশে বাঁশ ঝাড়ে প্রেমিক যুগল।

পলাশবাড়ীতে ভালবাসার স্বীকৃতি পেতে ও বিয়ের দাবীতে প্রেমিক যুগল ছেলে ও মেয়ে বাড়ীর পাশে বাঁশ ঝাড়ে অবস্থান নিয়েছে। ঘটনাটি ঘটেছে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের ঝালিঙ্গী গ্রামে।

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার মহদীপুর ইউনিয়নের ঝালিঙ্গী গ্রামের রঞ্জু মিয়ার পুত্র সপ্তম শ্রেণী পড়ুয়া ছাত্র রিফাত মিয়ার সাথে পাশ্ববর্তী বাড়ীর প্রবাসী আশরাফুল ইসলামের মেয়ে অষ্টম শ্রেণী পড়ুয়া ছাত্রী আকলিমার সাথে দীর্ঘদিন থেকে প্রেম চলে আসছিল। বিষয়টি নিয়ে উভয়ের পরিবারের মাঝে একাধিকবার শালিস বৈঠকও হয়েছে। শালিস বৈঠকের সিন্ধান্ত মোতাবেক ছেলে মেয়ে উভয় উভয়ের পরিবারের কাছে থাকে। 
এর মধ্য ছেলের পরিবার ছেলেকে ঢাকায় পাঠিয়ে দেয়, এক পর্যায়ে ছেলে ঢাকা থেকে বাড়ী এসে গত ১১ নভেম্বর মেয়েকে নিয়ে সকলের অজান্তে অজানার উদ্যেশে পাড়ি দেয়। বিভিন্ন জায়গায় ৫ দিন অবস্থানের পর রিফাত ওই মেয়েকে নিয়ে নিজ বাড়িতে প্রবেশ করে। বাড়ীর লোকজন ছেলে মেয়ে উভয়কে মারধর করে বাড়ী থেকে বের করে দেয়, বর্তমানে তারা বাড়ীর পাশে বাঁশ ঝাড়ে অবস্থান নিয়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good