২১ Jul, ২০২৫
ছবি: বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক ডাক্তার রেজাউল করিম মোল্লা
রোগীদের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে টাঙ্গাইলের মির্জাপুরে প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক মালিকদের নিয়ে আলোচনা সভা করেছে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন, মির্জাপুর শাখা।
সোমবার (২১ জুলাই) বিকেল সাড়ে চারটায় সংস্থার নিজস্ব কার্যালয়ে আয়োজিত সাধারণ সভায় আনিসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক ডা. রেজাউল করিম মোল্লা, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ শামসুজ্জামান নীপু, যুগ্ম সম্পাদক ফজলুর রহমান, ডা. আল আমিন উজ্জ্বল, সাংবাদিক হারুন অর রশিদ, দেওয়ান নুরুল হক, গোলাম মোস্তফা ও বিকাশ গোস্বামী।
উপস্থিত ছিলেন সাইফুজ্জামান কল্লোল, জগলুল হায়দার সোহেল প্রমুখ।
সভায় প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোতে রোগীদের সেবার মান কীভাবে বৃদ্ধি করা যায় এবং প্রাইভেট স্বাস্থ্যখাতে সেবার মান উন্নয়নের জন্য বিস্তারিত আলোচনা করা হয়।
Good news
Good