০৪ অগাস্ট ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / জাতীয় / শিক্ষা

ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভের প্রস্তুতি সভা প্রেসক্লাবে

০৩ অগাস্ট, ২০২৫

ছবি: জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে অতিথিবৃন্দ

শনিবার বিকেল ৫টায় জাতীয় প্রেসক্লাবের ক্যান্টিনে “ফ্যাসিবাদবিরোধী মজলুম সাংবাদিক ফোরাম”-এর সভা অনুষ্ঠিত হয়। ফোরামের আহ্বায়ক ও সাবেক দ্য নিউ নেশন সম্পাদক মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই আলোচকবৃন্দ বলেন, “এক বছর আগে রাজনৈতিক ফ্যাসিবাদের পতন হলেও রাষ্ট্রের সর্বক্ষেত্রে এখনো ফ্যাসিবাদ বহাল রয়েছে। ইসলামী টিভি, চ্যানেল ওয়ান, দিগন্ত টিভিসহ বন্ধ গণমাধ্যমগুলো অধ্যাদেশ জারি করে ক্ষতিপূরণসহ পুনরায় চালু করা হয়নি।”

তারা আরও অভিযোগ করেন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় অদৃশ্য কারণে কোনো তদন্ত বা ব্যবস্থা গ্রহণ করছে না।

সভায় আলোচনায় অংশ নেন—সিনিয়র সাংবাদিক সাদ বিন রাব্বি, শাহারুল ইসলাম রকি, এস. এম. তাজুল ইসলাম, লাকি হোসেন, মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ইবনে মঈন চৌধুরী, মাসিক অক্ষর-এর ব্যবস্থাপনা সম্পাদক মো. বেলাল আহমেদ, আলম চৌধুরী প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, আগামী ৯ আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে “ফ্যাসিবাদবিরোধী মজলুম সাংবাদিক ফোরাম”-এর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এছাড়া, আগামী বুধবার (৭ আগস্ট) বিকাল ৫টায় একই স্থানে পরবর্তী প্রস্তুতি সভা আহ্বান করা হয়েছে। প্রস্তুতি সভায় আহ্বায়ক মোস্তফা কামাল মজুমদার, সাদ বিন রাব্বি, শাহারুল ইসলাম রকি ও এস. এম. তাজুল ইসলাম উপস্থিত থাকবেন।

সভায় আরও বলা হয়, বাংলাদেশ টেলিভিশন, বাসস ও বাংলাদেশ বেতারে ফ্যাসিবাদী শাসনামলে যাদের নিয়োগ দেওয়া হয়েছে, সেসব নিয়োগ বাতিল করে মজলুম সাংবাদিকদের নিয়োগ দিতে হবে। গণমাধ্যম সংশ্লিষ্ট ট্রাস্টি সম্পদসমূহ ফেরত দিতে হবে।

সভায় বক্তারা বলেন, “ফ্যাসিবাদবিরোধী সাংবাদিক ও রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলা আগামী ৫ আগস্টের আগেই প্রত্যাহার করতে হবে। এর আগেই সরকারকে মজলুম সাংবাদিকদের দাবির প্রতি সাড়া দিতে হবে।”

Related Article
comment
ANISUR
12-Mar-25 | 07:03

2466049