০৩ অগাস্ট ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

পটুয়াখালীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

১৫ নভেম্বর, ২০২২

মোঃ শামীম হোসাইন,
সিনিয়র স্টাফ রিপোর্টার

ছবি: উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন।

“দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” প্রতিপাদ্যে তিন দিনব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ উদ্বোধনী অনুষ্ঠান।
১৫ নভেম্বর মঙ্গলবার বেলা ১১টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পটুয়াখালীর আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনে সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম সরকার এর সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম,সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আনসার ভিডিপির উপপরিচালক মোহাম্মদ আবু সোলাইমান, সাবেক সহকারী পরিচালক নিজাম উদ্দিন, সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদ, পৌরসভার মেয়র প্রতিনিধি দেলোয়ার হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামন প্রমুখ। কর্মসূচীতে ফায়ার সার্ভিসের কমিউনিটি ভলান্টিয়ার ও রোভার স্কাউটস অংশগ্রহণ করে। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং নার্সিং ইনিস্টিটিউটের সেবিকারা উপস্থিত ছিলেন।আগামী তিন দিনব্যাপী পটুয়াখালী জেলার বিভিন্ন স্কুল ও কলেজ, হাট বাজার, আবাসিক এলাকায় জনসচেতনতা সৃষ্টির লক্ষে মহড়া ও প্রচারাভিযান পরিচালনা করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়েছে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good