১৮ সেপ্টেম্বর, ২০২২
ছবি:
পুলিশ ভাইদের কাছ থেকে এমন মানবিক আচরণ সব সময় কামনা করি........!! বাংলাদেশের পুলিশের বিরুদ্ধে অভিযোগ অনেক । হাজার অভিযোগের মধ্যেও ভালো কিছু বিদ্যমান। ভালো কাজ অবশ্যই ভালো, প্রশংসাযোগ্য।স্যালুট আপনাদের। ১ম ছবি: যানজটের কারণে বিপাকে পরীক্ষার্থীরা। সঠিক সময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছা অসম্ভব প্রায়। পুলিশ ভাই নিজের গাড়ি দিয়ে পরীক্ষার্থীদের পৌঁছে দিচ্ছেন পরীক্ষা কেন্দ্রে। এক পরীক্ষার্থী ভুল করে অন্য কেন্দ্রে চলে যায়। সঠিক কেন্দ্রে গিয়ে সঠিক সময়ে পরীক্ষা দেওয়া কোনো ভাবেই সম্ভব না। ছুটে এলেন ঢাকা উত্তরার ভারপ্রাপ্ত ওসি নিজেই। 'মা' বলে আশ্বস্ত করলেন পরীক্ষার্থীকে। অভয় দিয়ে ওসি বললেন, টেনশন করো না "মা"। আমি আছি তোমার পাশে। সাথে সাথেই পুলিশ ভ্যানে করে সঠিক কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করলেন ওসি। এসব কিছু ভালো কাজ দেখলে সত্যি সত্যি ভালো লাগে। তখন খুঁজে পাই পুলিশের সেই অর্থ "পুলিশ জনগণের বন্ধু"। পুলিশ বলতেই খারাপ ভাবা উচিত নয়। এখনও অনেক ভালো মানুষ আছে।
Good news
Good