২৭ ডিসেম্বর, ২০২২
ছবি: অভিযুক্ত এক দালালের ছবি
নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মেথিকান্দা স্টেশনে সবার সম্মুখেই টিকেট কালোবাজারি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীরা জানান মেথিকান্দা স্টেশনে টিকেট কালোবাজারি একটি নিয়মিত ঘটনা, সবার সম্মুখেই প্রতিনিয়ত ঘটছে কালোবাজারি, দেখার মত কেউ নাই। হয়রানি আর ভোগান্তিতে অতিষ্ঠ সাধারন যাত্রীরা।
রায়পুরা উপজেলার মেথিকান্দা স্টেশন রায়পুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেশন। প্রতিদিন হাজারো মানুষ এই স্টেশনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়ত করেন। রায়পুরা উপজেলার প্রধান স্টেশন ধরা হয় মেথিকান্দা স্টেশন কে। প্রতিদিন হাজারো যাত্রী ট্রেনে উঠানামা করে এই স্টেশনের মাধ্যমে। ছাত্র ছাত্রী, চাকুরীজিবী, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের ট্রেনের মাধ্যমে যাতায়াত এই স্টেশনের মাধ্যমে। উপজেলা স্টেশন হওয়াতে যাত্রীর তুলনায় টিকেটের বরাদ্দ অতি নগন্য।
প্রতিটি ট্রেনে মেথিকান্দা স্টেশনের জন্য বরাদ্দকৃত এই সামান্য টিকেট ও যাত্রীরা কাউন্টার থেকে পায়না। একটি সিটের আশায় পোহাতে হয় হাজারো ভোগান্তি। শত ভোগান্তি ও হয়রানির পর দালালের কাছ থেকে টিকেট পাওয়া গেলেও দাম আকাশ ছোয়া। গুনতে গুনতে হচ্ছে ৬ /৭ গুন বেশী ভাড়া। এই টাকা যাচ্ছে দালাল সহ স্টেশনের কিছু অসাধু কর্মকর্তার পকেটে।
মেথিকান্দা স্টেশন থেকে নিয়মিত ট্রেনে যাতায়ত করা মোহাম্মদ জুনায়েদ বলেন ‘ কিছুদিন পুর্বে ঢাকা যাবার ৭৫ টাকার টিকেট কিনতে হয়েছে হয়েছে ২৫০ টাকায়, এই হয়রানির শেষ কোথায় ’ দালালদের দৌড়াত্নে সাধারন যাত্রীদের একটি সিটের টিকেট পাওয়া যেন অসাধ্য বেপার হয়ে দাঁড়িয়েছে স্টেশনে।
নিয়মিত যাত্রী মোহাম্মদ ওহাব সরকার বলেন ' টিকেট কালোবাজারি হয়রানির জন্য আমরা চরম ভোগান্তিতে আছি, অথচ দেখার কেউ নাই'। জনসাধারণের নাগরিক অধিকার সরকার নির্ধারিত ভাড়ায় স্টেশন কাউন্টার থেকে টিকেট কাটবেন যাত্রীরা। অথচ মেথিকান্দা স্টেশনে দালালদের দৌড়াত্নে কাউন্টার থেকে টিকেট পাওয়া দুষ্কর। দালালরা স্টেশনের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের মাধ্যমে আগেই টিকেট কেটে নিজেদের কাছে রেখে দেয়। পরে যাত্রীরা বাধ্য হয়ে বেশী দাম দিয়ে দালালদের কাছ থেকে টিকেট কিনতে হয়।
ইউসুফ জহির জানান 'আমরা নিয়মিত ভুক্তভোগী, টিকেট কালোবাজারির অনেক সাক্ষি আছে। এই বিষয়ে টিকেট কাউন্টারে কথা বললে, কাউন্টারে নিয়োজিত লোকজন বিষয়টি এড়িয়ে যান।
মেথিকান্দা স্টেশনের স্টেশন মাস্টার বলেন ' আমাদের স্টেশনে বরাদ্দকৃত সিটের পরিমান খুব কম। টিকেট কালোবাজারির বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে'। যাত্রীদের দাবী বন্ধ হোক টিকেট কালোবাজারি, বন্ধ হোক হয়রানি। যাত্রীরা যেন ন্যায্য দামে কাউন্টার থকে টিকেট কাটতে পারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
Good news
Good