০২ অগাস্ট, ২০২৫
ছবি: থানায় দুই চোর আটক
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় চোরাই মোটরসাইকেলসহ দুই চোরকে আটক করেছে রুহিয়া থানা পুলিশ।
শনিবার (০২ আগস্ট) আটককৃত দুই চোরকে আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম নাজমুল কাদের।
আটককৃতরা হলেন—পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার দোহসু (মাছয়ারপাড়া) গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশিকুর রহমান আসিফ (১৮) ও ওহাব আলীর ছেলে আব্দুল্লাহ আল মাসুদ (১৮)।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় রুহিয়া থানাধীন পাটিয়াডাঙ্গী বাজারে এ্যাপাচি RTR মোটরসাইকেল বিক্রি হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই গোলাম আজম অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ দুই চোরকে আটক করেন।
এ ঘটনায় পেনাল কোড অনুযায়ী রুহিয়া থানায় একটি মামলা রুজু করা হয়। যার মামলা নম্বর ০১, তারিখ: ০১/০৮/২৫ ইং। পরে ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতে সোপর্দ করা হয়।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ এ কে এম নাজমুল কাদের বলেন, চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ১৫০ সিসি এ্যাপাচি আরটিআর মোটরসাইকেল জব্দ করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
Good news
Good