২১ Jul, ২০২৫
ছবি: মির্জাপুর (টাঙ্গাইল): মির্জাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপি নেতার কটুক্তির প্রতিবাদে টাঙ্গাইলের মির্জাপুরে বিশাল বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি।
সোমবার দুপুর বারোটায় মির্জাপুর এসকে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে মির্জাপুর বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী মিছিলের নেতৃত্ব দেন।
মিছিলে এনসিপি, জামায়াত-শিবিরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
এর আগে একই স্থানে সকাল এগারটায় উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফের সভাপতিত্বে মিছিল পূর্ব সমাবেশে বক্তব্যে আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, ‘আমার জীবন থাকতে কেউ বিএনপি’র ক্ষতি করতে পারবে না।
আমাদের নেতা তারেক রহমান ও বিএনপিকে নিয়ে যারা ষড়যন্ত্র করছেন, আমরা সেই ষড়যন্ত্রকে সফল হতে দেব না।
সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফ, ডিএম শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপি’র সম্পাদক এসএম মহসীন প্রমুখ।
Good news
Good