০৩ অগাস্ট ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

মির্জাপুরে সাদিয়া টেক্সটাইলের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

২০ Jul, ২০২৫

হারুন অর রশিদ,
স্টাফ রির্পোটার

ছবি: এলাকাবাসীর মানববন্ধন।

মির্জাপুরে সাদিয়া টেক্সটাইল কর্তৃক অপরিশোধিত রাসায়নিক বর্জ্য মিশ্রিত পানি নদী ও খালে প্রবাহিত করার প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। রোববার বেলা ১১টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্যা বাসস্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জামুর্কী ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন জামুর্কী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি আলী এজাজ চৌধুরী রুবেল, ব্যারিস্টার আকিব খান চৌধুরী, মমিনুল ইসলাম, শেখ হেলাল ও শামীম আল মামুন চৌধুরী প্রমুখ।

বক্তব্যে ব্যারিস্টার আকিব খান চৌধুরী বলেন, সাদিয়া টেক্সটাইল কারখানাটি প্রতিনিয়ত অপরিশোধিত রাসায়নিক বর্জ্য খাল ও নদীতে ফেলছে, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। আমরা বারবার তাদেরকে সতর্ক করলেও তারা তা উপেক্ষা করে যাচ্ছে এবং এখনো লৌহজং নদী ও সংলগ্ন খালে বর্জ্য মিশ্রিত পানি ফেলছে। এর ফলে নদীতে মাছ উৎপাদন বন্ধ হয়ে গেছে। ফলে জেলে সম্প্রদায়সহ নদী নির্ভরশীল মানুষগুলো জীবিকা হারিয়ে বেকার হয়ে পড়েছে।

তারা অবিলম্বে কারখানার রাসায়নিক বর্জ্য নদীতে ফেলা বন্ধের দাবি জানান।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good