০৩ অগাস্ট ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে রুহিয়া নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ কাজ করার অভিযোগ

০৪ ডিসেম্বর, ২০২৩

আহসান হাবিব রুবেল,
ঠাকুরগাঁও জেলা ( ঠাকুরগাঁও ) প্রতিনিধি

ছবি: রাস্তার ইটের চিত্র

 

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা  রুহিয়া  ইউনিয়নের  কর্ণফুলী  বাজার হতে রামনার্থ  বাজার  পর্যন্ত রাস্তা নির্মানে অনিয়মের অভিযোগ উঠেছ।  নিম্নমানের ইট দিয়ে রাস্তার কাজ চলতেছে। 

এতে ক্ষোভ  প্রকাশ করছে স্থানীয় বাসিন্দারা। সরেজমিনে গিয়ে দেখা যায় রাস্তাটিতে ইটের কংক্রিট  (দুই - তিন নম্বর) রাস্তার পাশে রাখা  কংক্রিট গুলো পায়ের চাপে গুড়া হয়ে যাচ্ছে। ইটের স্তুপে দেখা যায় ভাটার  পরিত্যক্ত  ভাঙ্গাচোরা  নিম্ন মানের  ইট।  

সংশ্লিষ্টরা জানায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন রুহিয়া  সিনেমা হল হতে রামনাথ জিসি (চেই-০০-১৩৭০মিটার) রাস্তা নির্মানে রুহিয়া কর্ণফুলি বাজার হতে রামনাথ বাজার পর্যন্ত রাস্তার প্রাক্কলিত ব্যয় ১ কোটি ৫২ লক্ষ ৮২ হাজার ১ শত দুই টাকা ব্যয়ে প্রকল্প বাস্তবায়ন করবেন এলজিইডি  ঠাকুরগাঁও
কাজটি সম্পন্ন  করতে চুক্তি বদ্ধ  হয়েছে  পান্না র  ঠিকাদারি প্রতিষ্ঠান।স্থানীয়  বাসিন্দার  আবুল কাসিম বলেন  দীর্ঘ প্রতীক্ষার পর একটি পাকা রাস্তায় পেতে  যাচ্ছি ।

 কাজের মান নিয়ে বারবার বলার পরেও কোন কর্ণপাত করতেছেনা। তৈয়ব আলী বলেন এতো খাপ কাজ রাস্তা হয় তা  আমার  জীবনে প্রথম দেখলাম।স্থানীয় মেম্বার (ইউপি সদস্য) শফিকুল ইসলাম  বলেন, বলে কি হবে লোকজন কথা শুনে না। 

১নং রুহিয়া  ইউনিয়নের  চেয়ারম্যান  মনিরুল হক বাবু বলেন এলাকাবাসী  আমার কাছে অভিযোগ  করেছে। আমি নিজে গিয়ে দেখি কাজের মান খুব খারাপ। ঠিকাদার  ও  ইন্জিনিয়ার সাথে  যোগাযোগ করি । 

তারা আমার কথা শুনতেছেনা।পরিশেষে কাজের মান খুব খারাপ।মুঠোফোনে   ঠিকাদারের  সাথে যোগাযোগ  করলে ফোন রিসিভ  করেনি। মোঃ মাবুদ হোসেন উপ-সহকারী
প্রকৌশলী সাথে যোগাযোগ  করা হলে বলেন পরীক্ষা নিরীক্ষা করে মালামালের অনুমোদন দিয়েছি।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good