২৭ Jul, ২০২৫
ছবি: রুহিয়ায় ছাত্রদলের বর্ধিত সভা
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রুহিয়া থানা শাখার আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) বিকালে রুহিয়া ডিগ্রি কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রুহিয়া থানা ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন দেলু।
বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সভাপতি মোঃ কায়েস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজু, সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন সাজু এবং ঠাকুরগাঁও সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আশিকুজ্জামান আশিফ।
এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন রুহিয়া থানা বিএনপির সাবেক সভাপতি মোঃ মোস্তফা কামাল, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক মানিক, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন, ১৪নং রাজাগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নূরুল ইসলাম নুরু, ১নং রুহিয়া ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হক এবং জাতীয়তাবাদী কৃষক দল রুহিয়া থানা শাখার সভাপতি মোঃ লুৎফর রহমান।
বর্ধিত সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা ও দলকে সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে আন্দোলন বেগবান করতে ছাত্রদলকে মাঠে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
নেতারা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে সোচ্চার হতে হবে।
Good news
Good