০৩ অগাস্ট ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা বিএনপির আয়োজনে সংবাদ সম্মেলন

২৯ Jul, ২০২৫

আহসান হাবিব রুবেল,
ঠাকুরগাঁও জেলা ( ঠাকুরগাঁও ) প্রতিনিধি

ছবি: সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা এলাকায় বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে বালুর ঘাট, রামনাথ হাট টেন্ডার, রুহিয়া ডিগ্রি কলেজের সম্পত্তি, পতিত আওয়ামী লীগ সরকারের স্থানীয় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের অটো রাইস মিলের বন্ধকৃত শুটার চালু করা, স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের জমি নিয়ে বিরোধসহ সদ্য পদত্যাগকৃত ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাইন উদ্দিনের ফেসবুক বক্তব্য নিয়ে সংবাদ সম্মেলন করা হয়।

সোমবার (২৮ জুলাই) সকাল ১১টা ৩০ মিনিটে রুহিয়া থানা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
রুহিয়া থানা বিএনপি আয়োজিত এই সংবাদ সম্মেলনে বালুর ঘাট, অটো রাইস মিলের শুটার চালুর বিষয়ে থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম রিপন বলেন, “একটি ইন্ডাস্ট্রি দেশের সম্পদ, তেমনি এলাকাবাসীর কর্মসংস্থানের উৎস। এটি বন্ধ থাকলে এলাকার অর্থনৈতিক সংকট সৃষ্টি হবে। তাই জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনছারুল হক ও অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে শুটার চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

বালুর ঘাট ও রামনাথ হাট টেন্ডার নিয়ে থানা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে তিনি বলেন, “আমরা কোনোভাবেই বালুর ঘাট বা রামনাথ হাট টেন্ডার প্রক্রিয়ার সঙ্গে জড়িত নই।”

রুহিয়া ডিগ্রি কলেজের কৃষি জমির টেন্ডার বিষয়ে তিনি বলেন, “এই সম্পত্তির টেন্ডার আহ্বানসহ যাবতীয় কার্যক্রম সম্পাদন করেছেন প্রতিষ্ঠানটির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ আনছারুল হক। আমাকে জড়িয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।”

খ্রিস্টান সম্প্রদায়ের জমি সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, “বিরোধ অনেক পুরোনো। তবে আমি বা থানা বিএনপির কেউ এতে জড়িত না। একটি মহল আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”

২০ নম্বর রুহিয়া পশ্চিম ইউনিয়নের যুবদলের সদ্য পদত্যাগকৃত সাধারণ সম্পাদক মাইন উদ্দিনের ফেসবুক বক্তব্য প্রসঙ্গে জহিরুল ইসলাম রিপন বলেন, “দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দখলবাজি, অসহায় মানুষকে মারধর, গাছ কর্তনসহ তার বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। জেলা যুবদল বিষয়টি জানার পর রুহিয়া থানা যুবদলের সভাপতি মোঃ আনার আলী ও সাধারণ সম্পাদক আলমকে তাকে বহিষ্কারের নির্দেশ দেন। কিন্তু তারা কেন বহিষ্কার করেননি, তা আমাদের বোধগম্য নয়।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রুহিয়া থানা বিএনপির সভাপতি মোঃ আব্দুল জব্বার (সাবেক ইউপি চেয়ারম্যান), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য আলহাজ্ব ইদ্রিস আলী, ১নং রুহিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good