২২ নভেম্বর, ২০২২
ছবি: গৃহবধূকে কুপ্রস্তাব
বরিশাল জেলার উজিরপুরে এক গৃহবধূ কু-প্রস্তাবে রাজি না হওয়ায় কাপরে বনজলতা সুবাসম্বল দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ২১ নভেম্বর সোমবার গৃহবধূর স্বামী দেলোয়ার গাজী বাদী হয়ে উজিরপুর মডেল থানায় অভিযুক্ত লম্পটের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ভূক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার গুঠিয়া ইউনিয়নের হানুয়া গ্রামের মৃত মোতাহার হাওলাদারের ছেলে নারীলোভী শাহিন হাওলাদার (৪০) এক গৃহবধূকে ঘরে একা পেয়ে বিভিন্ন সময় অশ্লীল কথাবার্তা ও কূ-প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় লম্পট শাহিন বিভিন্ন ভয়ভীতি ও পরবর্তীতে দেখে নেওয়ার হুমকী দিয়ে চলে যায়। এরই প্রেক্ষিতে ১৭ নভেম্বর স্বামীসহ পরিবারের সদস্যরা কাপড় চোপড় নিয়ে গোসল করতে যায়। দেলোয়ার গাজী গোসল শেষে ওড়না দিয়ে শরীর মুছার পরে চুলকাতে শুরু করে এবং শরীরের বিভিন্ন স্থানে বেকায়দার ফুলা জখম হয়। এরপর সন্দেহ হলে স্থানীয়রা কাপড় চোপড় নাড়াচাড়া করে সুবাসম্ভব দেখতে পায়। এতে তার অবস্থা বেগতিক দেখে পরিবারের লোকজন মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে চাখার ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসার জন্য নিয়ে যায়। এ ঘটনায় দেলোয়ার গাজী বাদী হয়ে অভিযুক্ত শাহিন হাওলাদারের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। স্থানীয় সূত্রে জানা যায় ইউপি সদস্য হানিফসহ কতিপয় ব্যক্তি ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য সালিশ বৈঠক বসায়। এমনকি বৈঠকে লম্পট শাহিনকে মারধর করে মিমাংসার চেষ্টা করা হয়েছে। কিন্তু ভূক্তভোগী পরিবার তাতে রাজি হয়নি। এ ব্যাপারে শাহিন হাওলাদার জানান সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল তা মিমাংসা হয়েছে। ইউপি সদস্য হানিফ জানান, উভয়পক্ষ প্রতিবেশী হওয়ায় বিষয়টা মিমাংসা করার চেষ্টা করেছি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে অভিযুক্ত নারীলোভীর বিরুদ্ধে বিচারের দাবিতে ফুঁসে উঠেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
Good news
Good