০৩ অগাস্ট ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

উজিরপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের মিশন ব্যর্থ

৩০ নভেম্বর, ২০২২

মোঃ শামীম হোসাইন,
সিনিয়র স্টাফ রিপোর্টার

ছবি: বামরাইল অনাথ বন্ধু মাধ্যমিক বিদ্যালয়

বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল অনাথ বন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ইউসুফের বিরুদ্ধে  প্রভাবশালীদের অপপ্রচারের মিশন অবশেষে ব্যর্থ হয়েছে। ভুক্তভোগী সুত্রে জানা এক নারীকে আয়া পদে চাকুরী দেয়ার কথা বলে ৪ লক্ষ টাকা ঘুষ নেয়ার অপবাদ দিয়ে কতিপয় অসাধু চক্ররা বিভিন্ন মহলে অপপ্রচার চালাচ্ছে। ধরা ছোঁয়ার বাইরে থেকে একটি অসাধু চক্ররা চাঁদাবাজির লক্ষ্যে ভূয়া অভিযোগ দিয়ে প্রধান শিক্ষককে হয়রানি করছে। উল্লেখ্য ২৬ নভেম্বর নিয়োগ পরিক্ষায় অফিস সহায়ক পদে
৭জন ও আয়া পদে ৪ জন অংশগ্রহণ করে। এরমধ্যে অফিস সহায়ক পদে আলামিন হোসেন এবং  লিলি বেগমের আয়াপদে চাকুরী হয়। এদিকে কালিহাতা গ্ৰামের মোঃ এনায়েত সিকদারের মেয়ে শাহানাজ বেগমের চাকুরী না হওয়ায় একটি মহল তাকে দিয়ে নাটক সাজিয়ে মিথ্যা অভিযোগ মোবাইল ফোনে ভিডিও ধারণ করে বিভিন্ন মহলে অপপ্রচার চালাচ্ছে। অপরদিকে এনায়েত হোসেন সিকদারের কাছে বিষয়টি নিয়ে তার বাড়িতে গেলে তিনি বলেন লিলি বেগম নিয়োগ পরিক্ষায় উত্তীর্ণ হওয়ায় তার চাকুরী হয়েছে। আমার কাছ থেকে প্রধান শিক্ষক কোন টাকা পয়সা নেয়নি। তিনি আরো বলেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে আমার কোন আপত্তি বা অভিযোগ নেই। তবে কমিটির লোকজন চাকুরীর আশ্বাস দিয়েছিল। তাই একটু কষ্ট লাগার কথা। আমরা গরীব অসহায় আমার মেয়ের চাকুরীটা হলে অনেক উপকৃত হইতাম আর কিছু নয়। এ ব্যাপারে  প্রধান শিক্ষক আবু ইউসুফ জানান সম্পুর্ন গনতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়োগ সম্পন্ন হয়েছে। এতে কতিপয় অসাধু চক্ররা চাঁদাবাজির করতে না পেরে বেপরোয়া হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করছে এবং আমাকে হয়রানি করছে। ওই অপপ্রচারকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন তিনি। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ রাইসুল হাসান আল আরাফ জানান শিক্ষা প্রতিষ্ঠানের
বিরুদ্ধে অপপ্রচার চালানো আইন সম্মত নয়। অপরদিকে শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে আর কেউ কখনো অন্যায় ভাবে অপপ্রচার চালাতে সুযোগ না পায় এই প্রত্যাশায় প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good