০১ Jun, ২০২৫
ছবি: ভোলাহাট উপজেলার প্রাণকেন্দ্র সন্ন্যাসীতলা বায়তুন নুর জামে মসজিদের মুয়াজ্জিন আনিুসুর রহমান ওরফে (জগা মোন্নার) ছবি।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার প্রাণকেন্দ্র সন্ন্যাসীতলার বায়তুননুর জামে মসজিদের মুয়াজ্জিন আনিসুর রহমান ওরফে জগা মোন্না রোববার প্রায় সাড়ে ১২টায় উপজেলা সরকারী হাসপাতালে শেষ ত্যাগ করে চলে গেলেন না ফিরার দেশে। (ইন্না লিল্লাহি…… রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী ১ ছেলে ও ২ মেয়েসহ আত্মীয় স্বজন অনেক গুণগ্রাগী রেখে গেছেন।
তিনি দীর্ঘদিন ধরে উপজেলার সন্ন্যাসীতলা বাইতুন নুর জামে মসজিদে মোয়াজ্জেম হিসেবে সততা ও নিষ্ঠার হসঙ্গে দায়িত্ব পালন করেছেন। জীবনের শেষদিন পর্যন্ত তিনি ছিলেন অত্যন্ত হাস্যোজ্জ্বল, সদালাপী ও পরহেজগার একজন মানুষ। তাঁর কণ্ঠে আযানের সুমধুর ধ্বনি আমাদের হৃদয়ে আজও প্রতিধ্বনিত হয়।
তিনি বায়তুন নূর জামে মসজিদে মুয়াজ্জিন হিসেবে কাজে যোগদানের আগে দীর্ঘদিন উপজেলার বৃহত্তর মসজিদ ঐতিহ্যবাহী সৌন্দর্যখচিত বিরাটকায় বজরাটেক ইসলামীয়া জামে মসজিদেরও মুয়াজ্জিন হিসেবে কাজ করেছেন এবং ঐ এলাকার ও পরে বায়তুন নুর জামে মসজিদের অন্তর্ভুক্ত সকল মুসল্লী এবং সাধারণ মানুষের মাঝে সুরেলা আওয়াজে মুখরিত করেছেন।
তাঁর রূহের মাগফিরাত কামনা করেছেন বায়তুন নুর জামে মসজিদের কার্যকরী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আসগার আলী ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম রানাসহ অন্যান্য সদস্যগণ এবং মসজিদে নিয়মিত মুসল্লীগণ। মসজিদ কমিটি ও অন্যান্যরা মৃতের বিদেহী আত্মার মাগফেরাত এবং তাঁর পরিবারের সদস্যদের শোক সহ্য করার তাওফিক কামনা করেছেন।
মৃতের জানাযা আগামীকাল সকাল ৯টায় বজরাটেক সবজা পাইলট উচ্চ মাঠে অনুষ্ঠিত হবে বলে জানান পরিবারের সদস্যগণ।
Good news
Good