০৩ অগাস্ট ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
বিশেষ সংবাদ

ভোলাহাটে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

২৩ Jul, ২০২৫

মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ছবি: ভোলাহাটে দুপ্রক আয়োজিত দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত প্রধান ও বিশেষ অতিথি এবং বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের একাংশ। পাশে-বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়ার দৃশ্য।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা দুপ্রক কর্তৃক আয়োজিত দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্য পরিবেশের মধ্যদিয়ে বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তন কক্ষ্যে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ, সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, মহিলা বিষয়ক অফিসার পঙ্কজ কুমার দাস, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ হারুনর রশীদ।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) সভাপতি অধ্যক্ষ মোঃ মাসুদ রানার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দুপ্রক'র সহসভাপতি প্রফেসর মোঃ তাহাজ্জাত হোসেন, বীরমুক্তিযোদ্ধা মোঃ তৈমুর হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ইখতিয়ার উদ্দিন, দুপ্রক সদস্য প্রধান শিক্ষক মোঃ তরিকুল ইসলাম, আরেফা খাতুন, শাহনাজ খাতুন ও সিনিয়র সাংবাদিক ও ভোলাহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি  মোঃ শরিফুল ইসলাম (শরীফ)।

এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সুধীজনেরা ও ছাত্রছাত্রীগণ উপস্থিত ছিলেন।

"রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ" এ স্লোগানকে কেন্দ্র করে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানশেষে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেষ্ট দিয়ে পুরস্কৃত করা হয়।

দুর্নীতি দমন কমিশনের অংগসংগঠন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)'র পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান সাহেবকে একটি সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। ক্রেষ্ট প্রদান করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সেক্রেটারীসহ সকল সদস্যগণ। 

Related Article