২৭ Jul, ২০২৫
ছবি: ছবিক্যাপশনঃ ভোলাহাটে কর্মদক্ষতায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ মু. যহুর আলী। পাশে-বিশেষ অতিথি ও পুরষ্কার বিতরণী উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
ভোলাহাটে কর্মদক্ষতায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে কর্মদক্ষতায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এ অনুষ্ঠান রোববার (২৭ জুলাই) সকালে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ মো. যহুর আলী। সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আব্দুল মতিন।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বড়গাছী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মুনমুন সুলতানা, যুব উন্নয়ন কর্মকর্তা মো. রবিউল ইসলাম কবিরাজ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক মো. সারোয়ার জাহান সুমন। শেষে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।