০৩ অগাস্ট ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
বিশেষ সংবাদ

ভোলাহাটে বিদ্যুতের শর্টসার্কিটের আগুনে বসতবাড়ী ও গবাদীপশু সম্পূর্ণ ভস্মিভূত!

০৯ মার্চ, ২০২৫

মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছবিক্যাপশনঃ ভোলাহাটে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত হওয়া গাইগরু ও অন্যান্য দৃশ্য।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সীমান্তবর্তী চামুশা গ্রামে কাওসার আলীর বসতবাড়ীতে থাকা সংসারের সম্পূর্ণ মালামালসহ গৃহস্থালির ১১টি গাইগরু ও শতাধিক হাঁস-মুরগি বিদ্যুতের শর্টশার্কিটে আগুন লেগে প্রায় ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তের মাধ্যমে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের পশ্চিমে সীমান্তবর্তী চামুশা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে কাওশার আলী (৪৫) এর বসত বাড়ীতে এ অগ্নিকাণ্ডটি ঘটে। শনিবার (৮ মার্চ '২৫) দিবাগত রাত প্রায় ৯টার দিকে বিদ্যুতের শর্টসার্কিটে আগুন লেগে ১টি বাড়ী সম্পূর্ণ ভস্মীভূত হয়। সে সাথে বাড়ীতে থাকা ১১টি গাই-গরু ও শতাধিক হাঁস-মুরগী আগুনে পুড়ে সম্পূর্ণ পুড়ে ছাই হয়।

কাওশার এ প্রতিবেদককে জানান, প্রতিদিনের ন্যায় ঘটনা শনিবার দিবাগত রাত প্রায় ৯টার দিকে সবাই যখন তারাবীহ্ নামাজে বাড়ীর বাইরে ছিল, সে মুহূর্তে বাড়ীতে বিদ্যুতের শর্টসার্কিট ঘটে। এ আগুন লাগলে বাড়ীঘর, ঘরের ভিতরে থাকা সকল নিত্যপ্রয়োজনীয়  মালামাল, এমনকি নগদ কিছু টাকাসহ গোহাল ঘরে থাকা ১১টি গাই-গরু, হাঁস মুরগী বতক আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে ভাই বলে কান্নায় ভেঙ্গে পড়েন।

কান্না জড়িত কণ্ঠে কাওশার জানান, আমার বসতবাড়ীসহ অন্যান্য মালামাল এমনকি গরুবাছুর, হাঁসমুরগী আগুনে পুড়ে ছাই হয়েছে। এতে আমি ও আমার পরিবারের মা, ৩ ছেলে ১ মেয়ে স্ত্রীসহ ছেলের বউ ও তাদের ছেলেমেয়ে মোট  বাড়ীর ১০ সদস্যের পরিবার নিয়ে খোলা আকাশের নীচে থাকতে হবে ভাই। এমনকি আমার বাড়ীতে দু'মুঠো ভাত খাবো সে চাইলটাও নেই বলে আবারও কেঁদে ফেললেন কাওশার।

কাওশারের কাছে তার ক্ষতির পরিমানের কথা জানতে চাইলে বলেন, আমার সংসারের সকল সম্পদসহ গাইগরু, হাঁস মুরগী ও অন্যান্য মালামালসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

এ ব্যাপারে ওসি শহিদুল ইসলাম ঘটনাটির সত্ত্বতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকা বলে তিনি জানান।

Related Article